প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ২১:৪৫
ইউপি নির্বাচনে মাঠে থাকছেন ৪০ ম্যাজিস্ট্রেট
১১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
|আরো খবর
এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন এবং বরিশাল বিভাগে ১৫ জনকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করতে হবে। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন।