বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:৩৬

চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক মো. নাজমুল ইসলামের যোগদান

বিশেষ সংবাদদাতা
চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক মো. নাজমুল ইসলামের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক পদে যোগ দিয়েছেন মো. নাজমুল ইসলাম সরকার। যিনি এই জেলার ২৩তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় তিনি চাঁদপুরে পৌঁছালে তাঁকে উষ্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। জেলা প্রশাসকের আগমন উপলক্ষে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. গোলাম জাকারিয়া। ​এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। যার মধ্যে উল্লেখযোগ্য হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ব্যক্তিগত ও পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ২৯তম বিসিএস-এর মেধা তালিকায় ৪৫তম স্থান অর্জনকারী এই কর্মকর্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরেই। চাঁদপুরে যোগদানের পূর্বে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়-এ পরিচালক (প্রশাসন)-এর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর কর্মজীবনে রয়েছে বেশ কয়েকটি সফল অধ্যায়। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন-এর সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলা-এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন এবং রাজশাহী জেলা-এর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) তিনি চাঁদপুর জেলা প্রশাসক-এর দায়িত্ব গ্রহণ করেন।

​ ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়