বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৬

ডগ স্কোয়াডকে আরও শক্তিশালী করতে বিদেশি প্রশিক্ষণ

অপরাধ দমনে নতুন অস্ত্র

মো. জাকির হোসেন
অপরাধ দমনে নতুন অস্ত্র
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের কার্যক্রম আরও উন্নত করতে ইতালি থেকে ১০টি প্রশিক্ষিত কুকুর কেনা হচ্ছে। প্রতিটি কুকুরের মূল্য ৯,০৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। এই কুকুরগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা শিখতে পুলিশের পাঁচজন সদস্য ইতালিতে ১৪ দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান এবং সুজয় মহন্তা জয়।

এছাড়া, কুকুরগুলোর প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, ডিএমপির ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ইতালিতে সাত দিনের সফরে যাচ্ছেন। এই প্রশিক্ষণ ও যাচাইকরণ কার্যক্রমের সব খরচ সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে।

প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা দেশে ফিরে ডগ স্কোয়াডে কাজ করবেন এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুকুরগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। এ ধরনের উদ্যোগ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়