বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৩৮

সভাপতি মাঈনুল ও সম্পাদক মাসুদ

চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

আদালত প্রতিবেদক
চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) রাতে সমিতির বার্ষিক প্রতিবেদন শেষে উপস্থিত সদস্যদের সম্মতি নিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন অ্যাড. এ. এন. এম. মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ প্রধানীয়া। নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার রাতে চেয়ারম্যানঘাট এলাকাস্থ চাইনিজ রেস্টুরেন্টে বার্ষিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জিপি অ্যাড. এ.জেড. এম . রফিকুল হাসান রীপন, চাঁদপুরস্থ সদর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র আইনজীবী বাবর বেপারী, অ্যাড. জসিম মেহেদী, অ্যাড. আতিকুর রহমান হাওলাদার, অ্যাড. কাদের খান ও অ্যাড. শাহাদাত হোসেন শাওন। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল তালুকদার শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. আলহাজ¦ মোবারক হোসেন, অ্যাড. শহিদুল্লা কায়সার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হালিম পাটওয়ারী, অ্যাড. জসিম প্রধান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. বুলবুল, সমিতির সদস্য অ্যাড. এ.এন. এম. মাঈনুল ইসলাম, অ্যাড. মাসুদ প্রধানীয়া, অ্যাড. মেছবাহ, অ্যাড. নাদিম তালুকদার, অ্যাড. আবুল খায়ের স্বপন, অ্যাড. মহিউদ্দিন ফাহাদ, অ্যাড. আব্দুল্লাহহিল নাকীব প্রমুখ। চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হালিম পাটওয়ারী, জুনিয়ার সহ-সভাপতি অ্যাড. জসিম প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন শাওন, যুগ্ম সম্পাদক অ্যাড. নাদিম তালুকদার, কোষাধ্যক্ষ অ্যাড. জামাল হোসেন, দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহহিল নাকীব, সদস্য অ্যাড. নাজমুল তালুকদার শিপন, মাইনুদ্দীন মাহমুদুল হাসান রাসেল ও মহিউদ্দিন ফাহাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়