শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯

সচিবালয়ে অগ্নিকাণ্ড: সারজিস আলমের বিপ্লবী বার্তা, প্রশাসন সংস্কারের আহ্বান

মো: জাকির হোসেন
সচিবালয়ে অগ্নিকাণ্ড: সারজিস আলমের বিপ্লবী বার্তা, প্রশাসন সংস্কারের আহ্বান

রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রায় ৬ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালায়। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, উদ্ধারকাজে সরাসরি ১০টি ইউনিট অংশ নেয়, তবে বড় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভবনের ভেতরে ঢুকতে পারছিল না। ফলে, গেট ভেঙে দুটি গাড়ি ভেতরে ঢোকানো হয়। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এ ঘটনায় কোন মন্ত্রণালয়ের দপ্তরের ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে এই অগ্নিকাণ্ডকে সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, সরকারের অপকর্মের ফাইলগুলো ধ্বংস করার জন্য এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। সারজিস আলম তাঁর বার্তায় বলেন, “সাবধান হওয়ার আর সময় নেই, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তাঁর মতে, সরকারে অবস্থানরত আমলাদের মধ্যে যারা এখনও চাটার দল হিসেবে কাজ করছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। এই সংকটকালীন সময়ে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের শক্ত ভূমিকা অত্যন্ত জরুরি। এখনো বিস্তারিত তদন্ত চলছে, এবং পরবর্তী সময়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়