প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮
টঙ্গীর ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ভোররাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের একজন মাওলানা জুবায়ের অনুসারী এবং অন্যজন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বলে জানা গেছে।
|আরো খবর
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন জানান, সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনকে টঙ্গী হাসপাতালে এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ৩৯ জন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাওলানা জুবায়ের অনুসারীদের দাবি, রাতে সাদের অনুসারীরা লাঠি-রড নিয়ে মাঠে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। এতে জুবায়ের অনুসারীরা মাঠ ছেড়ে দিতে বাধ্য হন। অন্যদিকে, মাওলানা সাদের অনুসারীদের পক্ষ থেকে জানানো হয়, জুবায়ের অনুসারীরা রাস্তার বিভিন্ন স্থানে তাদের বাধা ও হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে তারা মাঠে প্রবেশ করেন।
উল্লেখ্য, শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা। তবে মাওলানা জুবায়েরের অনুসারীরা এতে আপত্তি জানিয়ে মাঠ দখলে রাখেন। গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানিয়েছেন উপকমিশনার নাসিরুদ্দিন। আহতদের চিকিৎসা চলছে, এবং পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।