শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৯ জুন ২০২৪, ২০:১৭

ফরিদগঞ্জে প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনীতে যুগ্ম সচিব হাবিবুর রহমান

সকলের প্রচেষ্টা থাকলে আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো

অনলাইন ডেস্ক
সকলের প্রচেষ্টা থাকলে আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ জুন সন্ধ্যায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমকে মানিক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। কামরুল হাসান সাউদের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাকে ডিএমপির এডিসি শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেপজার কর্মকর্তা বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বুলবুল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি ফারুক আহমদ, কামরুজ্জামান, শিল্প মন্ত্রনালয়ের চাঁদপুরের কর্মকর্তা আহসান হাবিব মামুন, সেক্টর কমাণ্ডার আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি আহসান হাবিব নেভী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারি একজন কর্মচারী বা সেবক হিসেবে আমরা কাজ করলেও নিজের এলাকার প্রতি ভালবাসা সবসময়ই থাকে। সেজন্য যখনই সময় পাই নিজের জন্মভূমি ফরিদগঞ্জে ছুটে আসি। আমাদের লক্ষ্য ফরিদগঞ্জ উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়া। জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, তাদের সহায়ক শক্তি হিসেবে আমাদের সকল শ্রেণি পেশার মানুষকে তাদের সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে যার যার অবস্থান থেকে প্রত্যেককে তার দায়িত্ব পালন করলেই তার সহজতর হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের যে গোল নির্ধারণ করেছেন। তার বাস্তবায়ন করতে গেলে সকল পেশাজীবিকেই এগিয়ে আসতে হবে। চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতির সাথে জড়িত যারা রয়েছেন, প্রত্যেকের অবদান রাখার সুযোগ রয়েছে। অর্থাৎ সকলের প্রচেষ্টা থাকলে আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। এক্ষেত্রে আমার ফরিদগঞ্জকে সর্বপ্রতম এগিয়ে নিতে চাই। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়