রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০

কাল পবিত্র ঈদুল আজহা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
কাল পবিত্র ঈদুল আজহা

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল ১৭ জুন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে মানুষজন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করতে লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে করে বাড়ি-ঘরে ফিরছে। গতকাল গভীর রাত পর্যন্ত লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজও থাকবে ভিড়। গতকাল ছিলো পবিত্র হজ দিবস।

এবার ঈদের ছুটি শুক্রবার থেকে শুরু হয়েছে। তাই চাকুরিজীবীরা বৃহস্পতিবার থেকে কর্মস্থল ছাড়তে শুরু করেছে। তারা পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে ছুটছে নাড়ির টানে। এলাকায় এসেই কোরবানির পশু ক্রয় করতে ব্যস্ত হয়ে পড়েছে। সে এক মহাআনন্দ।

এই ঈদের সাথে পশু কোরবানির বিষয়টি সম্পৃক্ত। তাই সামর্থ্যবানরা এ ঈদে হালাল পশু কোরবানি দেবেন। কোরবানির পশুর হাটে ভিড় ছিলো বরাবরের মতোই। পশুর হাটে প্রশাসন ও পুলিশ তৎপর।

চাঁদপুর জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রস্তুতি সভা ইতোমধ্যে হয়ে গেছে। ঈদ জামাতের সময়সূচিও নির্ধারণ হয়ে গেছে। প্রশাসন প্রস্তুতি সভা করেছে। ঈদগাহগুলোও প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে মুসলিম উম্মাহর ঈদ প্রস্তুতিতে চলছে উৎসবের আমেজ। ধনবান ও সামর্থ্যবানদের পাশাপাশি গরিব, দুঃখী, অসহায় হতদরিদ্র মানুষগুলোও যেনো ঈদের আনন্দ উপভোগ করতে পারে এ বারতা সবার মাঝে পৌঁছুক সে প্রত্যাশা মুসলিম উম্মাহর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়