প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশশূন্য ঘাট আবারো ইলিশে ভরপুর
মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ইলিশে প্রাণ ফিরে পেয়েছে দেশের প্রসিদ্ধ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। শনিবার প্রথম দিন স্থানীয় জেলেদের আহরিত ইলিশ আসায় আড়তগুলো চাঙ্গা হয়ে উঠে। সামনে ইলিশের সরবরাহ আরো বাড়বে। তবে ইলিশের দাম কিন্তু এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, এবার মা ইলিশ রক্ষার অভিযান সফল হয়েছে।
|আরো খবর
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুর অঞ্চলে গত ২২ দিনে ৬ হাজার ৭৮৯ কেজি ইলিশসহ ১ হাজার ১৮৯জন জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৮৭৭ মিটার কারেন্ট জাল, ৪৮১টি নৌকা, ৮টি ট্রলার ও ৪টি স্পীডবোট জব্দ করা হয়।
৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সাগর ও নদ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।