শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

রোববার থেকে শুরু

চাঁদপুর পদ্মা-মেঘনায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পদ্মা-মেঘনায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশের প্রধান প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা আজ থেকে শুরু হয়েছে। প্রজনন নির্বিঘ্ন করতে চাঁদপুরের পদ্মা-মেঘনাা নদীর ১০০ কিলোমিটারকে অভয়াশ্রম ঘোষণা করে ২২ দিন ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ এবং ওই সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

১২ অক্টোবর রাত ১২টার পর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন সাগর ও নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা। নদী উপকূলীয় মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলে হচ্ছে ৪৪ হাজার। নিষেধাজ্ঞার এই সময়ে সাগর থেকে ইলিশ মিঠাপানিতে ডিম ছাড়ার জন্য ছুটে আসে। এই সময়টাতে যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে সে জন্যে উপকূলীয় জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়তগুলোতে সাঁটানো হয়েছে ব্যানার।

সদর উপজেলার গোবিন্দা এলাকার জেলে ফগু সরকার, রকমান শেখ ও রহিম গাজী জানান, ইলিশের ডিম ছাড়ার জন্যে সরকার যে নিষেধাজ্ঞা দেয় তা মানা হয়। কিন্তু জেলার বাহির থেকে অন্য জেলেরা এসে মা ইলিশ ধরে নিয়ে যায়। তাদেরকে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে ইলিশ ধরার সুযোগ করে দেয়। এসব বিষয় বন্ধ করতে পারলে সরকারের উদ্যোগ সফল হবে। বেকার সময়ে সরকার যে সহায়তা করে তা বৃদ্ধির দাবি জেলেদের।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর বিশাল জলরাশি। কয়েকটি নদী এখানে এসে মিলিত হয়েছে। মা ইলিশের প্রজননের এই সময়ে নৌ পুলিশ যেমন কঠোর হবে, পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন নৌ পুলিশ ফাঁড়ি ও থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের অভিযোগ এসেছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাওসার দিদার বলেন, প্রজনন সময়ে সাগর থেকে ইলিশ নদ-নদীতে আসে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকে। তাহলে ইলিশ প্রজননের সুযোগ তৈরি হবে এবং জাটকা উৎপাদন বাড়বে। এতে করে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্যে এই সময়টাতে মিঠাপানিতে ছুটে আসে। যে কারণে সরকার আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনে জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষায় ইতোমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়