প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১:০৭
অনিরাপদে থেকে নিরাপত্তা দিচ্ছে চাঁদপুরের নৌ পুলিশ
অনিরাপদে থেকে সার্বিক নিরাপত্তা দিচ্ছে চাঁদপুরের নৌ পুলিশ। শুইলে আকাশ দেখা যায়, বৃষ্টি হলে বিছানা ভিজে যায়। থাকার জায়গা নেই, গোসল করার পরিবেশ নেই। মানসম্মত বাথরুম নেই। অনেকটা অগোছালো ও অপরিচ্ছন্ন পরিবেশ। নিজেদের কোনো ধরনের নিরাপত্তা নেই বললেই চলে। মা ইলিশ রক্ষা অভিযানকালে আটক জেলেদের রাখার জায়গা নেই। মেঘনা- পদ্মার বিশাল এলাকা একটি স্পিডবোট দিয়ে ঘুরে আসতে পর্যাপ্ত জ্বালানির প্রয়োজন হয়। জ্বালানির অভাবে স্পিডবোটটি ব্যবহার করা যাচ্ছে না। আসামী নেয়ার জন্যে নেই কোনো পিকআপ ভ্যান। অনেকটা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।
|আরো খবর
চাঁদপুর নৌ থানার পরিদর্শক একেএমএস ইকবাল বলেন, নদীকে নিরাপদ রাখতে অভিযান করতে কম জ্বালানি লাগে এমন স্পিডবোট হলে ভালো হয়। নৌ থানাটি ৫ আগস্ট পুড়িয়ে দেয়া হয়। ঐ পোড়া টিন দিয়ে থানাটি কোনো রকম জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়। সেই কারণেই বৃষ্টি হলে পানি পড়ে। এক কথায় থাকার অযোগ্য। তারপরেও আমরা আছি।