প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
লকডাউনে জেলা প্রশাসন থেকে দেড় হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার
সমাজের বিত্তশালী, ব্যবসায়ী এবং সচ্ছলরা কর্মহীন-অসহায়দের পাশে দাঁড়ান : জেলা প্রশাসক
সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী, ব্যবসায়ী এবং সচ্ছলদের কর্মহীন-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ (লকডাউন)-এর ১২তম দিন পর্যন্ত চাঁদপুরে দেড় হাজার ইজিবাইক ও অটোরিকশা চালক, বেদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক, অসহায় ও দুঃস্থ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে বলে জানান তিনি। সোমবার (১২ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১শ’ ৮৪ ইজিবাইক ও অটোরিকশা চালক পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্যসহায়তা (চাল) তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
|আরো খবর
জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এদেশের একটি মানুষও যেনো অনাহারে না থাকে এবং কেউ যেনো কষ্টে না থাকে। করোনাকালীন বিধিনিষেধ মানতে গিয়ে আপনারা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। এখন আপনাদের আগের মতো আয়-রোজগার নেই। আর এই আয়-রোজগার না থাকায় আপনারা কষ্টে আছেন। এই কষ্ট লাঘবের জন্যে প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তশালী, ব্যবসায়ী এবং সচ্ছল আছেন তারা কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার দায়িত্ব রয়েছে প্রতিবেশীর খোঁজখবর রাখা। আপনি খেয়ে থাকবেন, প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে আপনি ভালো প্রতিবেশী নন।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুক ও সদস্য এমএ কুদ্দুছ রোকনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহছান হাবীব। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, কাজী মোঃ মেশকাতুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কঠোর লকডাউনের শুরু থেকে জেলা প্রশাসনের হটলাইনে ফোন করে আবেদনকারী ৬শ’ ৩৫ পরিবারকে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে কর্মহীন ইজিবাইক ও অটোরিকশা চালক, বেদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক ও দুঃস্থ ১ হাজার ৪শ’ ২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।