বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

ফরিদগঞ্জে ভাইয়ের হাতুড়ির আঘাতে ভাই খুন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে ভাইয়ের হাতুড়ির আঘাতে ভাই খুন

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড়ো ভাই খাজা আহাম্মদ (৫৫) নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই এই ঘটনায় অভিযুক্ত নিহত খাজা আহাম্মদের বড়ো ভাই মো. নুর মোহাম্মদ খান (৫৮), ছোট ভাই শাহজালাল (৪০) এবং তার স্ত্রী আসমা বেগম (৩৩) কে আটক করেছে।

নিহত খাজা আহাম্মদের আরেক ভাই অলি উল্ল্যাহর স্ত্রী রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে তার বসত ঘরে তা ভাসুর শাহজালাল ঘরের পাশের গাছের ডাল কাটলে তা তার ঘরে পড়ে। এতে তার ঘরটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়। বিষয়টি তিনি তার আরেক ভাসুর খাজা আহাম্মদকে জানান। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে।

হাতুড়ির আঘাতে গুরুতর আহত খাজা আহাম্মদকে রাতেই ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদ আহমেদ খাজা আহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, খুনের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়