শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৮

অভিমানী মায়ের বিষপানে মৃত্যু, বেঁচে গেলো ২ শিশু

কামরুজ্জামান টুটুল
অভিমানী মায়ের বিষপানে মৃত্যু, বেঁচে গেলো ২ শিশু

প্রবাসী স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে ২ কোমলমতি শিশুকে সাথে নিয়ে বিষপান করেন এক অভিমানী মা। বিষপানের কয়েক ঘন্টার মধ্যে সেই হতভাগী মা মৃত্যু কোলে ঢলে পড়লেও প্রানে বেঁচে যান নিহতের ২ সন্তান তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের খামার বাড়িতে। নিহত তানিয়া আক্তার ঐ বাড়ির মালয়েশিয়া প্রবাসী কাউসার হোসেনের স্ত্রী। তবে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা আশঙ্কামুক্ত রয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

কাউসার হোসেনের প্রতিবেশী ইয়াছিন শেখ জানান, আমরা যে টুকু শুনেছি পারিবারিক কলহের জের ধরে দুই শিশুকে সঙ্গে নিয়ে কীটনাশক পান করেছেন তানিয়া। রাতেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তানিয়া আক্তার মারা যান। মৃতের স্বজন আসমা বেগম জানান, বছরখানেক আগে তানিয়া আক্তারের স্বামী কাউসার হোসেন মালয়েশিয়া যান। তার পর থেকে স্বামীর সঙ্গে তানিয়ার বিরোধ চলছিল। এরই মধ্যে তানিয়া দুই শিশুসন্তান নিয়ে বিষপান করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারী ) দুপুর ৩টায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, ভর্তি শিশু দুটি এখন আশঙ্কামুক্ত। তাদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, আপাতত শঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টা পর্যন্ত শিশুদের পর্যবেক্ষণে রাখতে হবে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত নারীর লাশের ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়