মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০:২৮

কচুয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কচুয়ায় মরিয়ম বেগম (২৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকালে বাতাবাড়িয়া গ্রামে নতুন বাড়িতে বিষপানে আত্মহত্যার এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই গ্রামের মনির মিয়ার ছেলে রাছেলের স্ত্রী।

গৃহবধূর পিতা আবুল হাশেম জানান, মঙ্গলবার দুপুরে আমার জামাই রাছেল কল করে আমাকে সংবাদ দেয় আমার মেয়ে মরিয়ম বিষপান করেছে। খবর পেয়ে আমি দ্রুত বাতাবাড়িয়া গ্রামে এসে দেখি আমার মেয়েকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরে অবস্থা অবনতি দেখে চিকিৎসক মরিয়মকে কুমিল্লা হাসপাতালে রেফার করে। পথিমধ্যেই আমার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

গৃহবধূর স্বামী রাছেল বলেন, আমার স্ত্রী কেন বিষপান করেছে তা আমার জানা নেই। আমার ৩টি পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ৪ বছর। এখন আমি স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, গৃহবধূ মরিয়ম বেগমের লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়