সোমবার, ১৭ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২৩:০৪

দু সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার।।
দু সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ এলাকার ওমান প্রবাসী ইকবালের স্ত্রী বিউটি বেগম দু সন্তান রেখে বিষপানে আত্মহত্যা করেছেন। চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম বিউটি বেগমের মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। রোববার (১৬ মার্চ ২০২৫) এই আত্মহত্যার ঘটনা ঘটে।

এদিকে বিউটি বেগমের শ্বশুরবাড়ির লোকজন তাকে দাফন করার প্রস্তুতি নেয়ার সময় তার বাবার বাড়ির লোকজন এসে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রবাসী স্বামী ইকবাল হোসেনের কথায় তার স্বজনরা স্ত্রী বিউটি বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম জাফরাবাদ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন তার স্ত্রী ও দু সন্তান নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। ইকবাল প্রবাসে যাওয়ার পর তার স্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে মোবাইলে ফোন করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।

শনিবার সকাল দশটায় বিউটি বেগম ঘরে তালা মেরে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। এ সময় বিউটি বেগম তার মা আয়েশা বেগম ও বাবা আব্দুর রশিদ গাজীর কাছ থেকে সারা জীবনের জন্যে ক্ষমা চেয়ে ঘরের ভেতর প্রবেশ করে বিষপান করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ । পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর কারণ বলে ধারণা স্থানীয়দের।

এই ঘটনা তদন্ত করছেন মডেল থানার এসআই গাজী কালাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়