বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

৭ থেকে ২১ ফেব্রুয়ারি আউটার স্টেডিয়ামে বই মেলা

স্টাফ রিপোর্টার
৭ থেকে ২১ ফেব্রুয়ারি আউটার স্টেডিয়ামে বই মেলা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) তারিখ সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, ডিডি (এলজি) মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন, এনএসআই যুগ্মপরিচালক মো. আবু আব্দুল্লাহ, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী, পুরাণবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মো. আসফাক সাইফ, জেলা রেজিস্টার মো. আকবর আলি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. শাহজালাল ছোয়াদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, মো. ছানাউল্লাহ খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর জেলা কারাগার ডেপুটি জেলার জান্নাতুন তায়িব্যা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বৈষম্য-বিরোধী ছাত্র ও সভা সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এরপর বিভিন্ন জন তাদের মতামত তুলে ধরেন। দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো : ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি চাঁদপুর আউটের স্টেডিয়ামে তারুণ্য মেলার সামনে পৃথকভাবে বইমেলার আয়োজন থাকবে। ৭ ফেব্রুয়ারি বিকেলে একুশের বইমেলা উদ্বোধন করা হবে। বইমেলা প্রাঙ্গণ উন্মুক্ত মঞ্চে একুশের আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় শিক্ষা বিভাগ, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি-বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়