রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫

শাহরাস্তিতে ইউনিক এইড হেলথকেয়ারের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে ইউনিক এইড হেলথকেয়ারের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

শাহরাস্তিতে ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) উপজেলার খিলা বাজার স্কুল এন্ড কলেজে দু শতাধিক রোগীর মাঝে চিকিৎসা ও বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

'সাপোর্ট স্কয়াড অব খিলা বাজারের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন শাহরাস্তি উপজেলার কালীবাড়িতে অবস্থিত ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেডের গাইনি, প্রসূতি ও স্ত্রী রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফারহানা জাহান, মেডিসিন, ডায়াবেটিস, চর্ম-যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ ডা. মো. মাজেদুল ইসলাম ও নিউরো মেডিসিন, হৃদরোগ ও বক্ষব্যাধি রোগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান। ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেডের সাপোর্ট টিম সদস্যরা মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিষয়ে ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেড কর্তৃপক্ষ জানায়, আধুনিক সেবা নিয়ে আমরা সকলের সেবা করার উদ্দেশ্যে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু করেছি। আগামী দিনে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প প্রতি সপ্তাহে করার পরিকল্পনা রয়েছে। আশা করি সবাই এই সেবা নিয়ে উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়