শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

দেশ বিদেশের সাগর সৈকতে

আহমেদ রিয়াজ

অনলাইন ডেস্ক
দেশ বিদেশের সাগর সৈকতে

শীতে বেড়ানোর জন্য বেশির ভাগ মানুষের পছন্দ সমুদ্র। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। এছাড়া বিশ্বে আরও কিছু দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত রয়েছে যেগুলো পর্যটকদের পছন্দে সবসময়ই এগিয়ে। কক্সবাজারসহ বিশ্বের কয়েকটি সমুদ্র সৈকতের খবরাখবর জানাচ্ছেন আহমেদ রিয়াজ।

কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১২০ কিলোমিটার দীর্ঘ এ সৈকতের একেক জায়গায় একেকরকম সৌন্দর্য। যদিও লাবনী বা ইনানিসহ বেশ কিছু সৈকত জনপ্রিয় এবং কোলাহলও তুমুল। তবে কিছু সৈকত আছে নিরিবিলি। সৌন্দর্যের দিক থেকেও অসাধারণ। তেমনি কিছু সৈকতের মধ্যে পাটুয়ারটেক সমুদ্র সৈকত, লম্বরী সৈকত, সোহনখালী সৈকত, বেস্টওয়ে লং বিচ, মারমেইড বিচ ইত্যাদি।

বোরাকে হোইয়াইট বিচ : ফিলিপাইনের এ বিচটি শান্ত ও সমতল। তিন মাইল লম্বা এ বিচ নোনাপানিতে সাঁতারপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। সাগর সৈকতে পর্যটকদের জন্য এখানে পর্যাপ্ত সুযোগসুবিধাসহ অনেক হোটেলও রয়েছে। ম্যানিলা থেকে এক ঘণ্টার বিমানপথ পাড়ি দেওয়ার পর আবার দশ মিনিটের ফেরি কিংবা দুই ঘন্টার বাসযাত্রার পর দ্বীপে পৌঁছাতে হয়।

ব্লু লেগুন, ওলুডেনিজ : পৃথিবী বিখ্যাত একটি সমুদ্রসৈকত তুরস্কের ওলুডেনিজ শহরের ব্লু লেগুন সৈকত। ওলুডেনিজ শব্দের আক্ষরিক অর্থ ডেড সি বা মৃত সাগর। মূলত এ সাগরের শান্ত জলরাশির জন্য এরকম নামকরণ করা হয়েছে। ব্লু লেগুন সৈকতের সাদা বালি এবং উষ্ণ ও ফিরোজা রঙের পানি পর্যটকদের আকর্ষণ করে। এখানকার পরিবেশও বেশ আরামদায়ক। প্যারাগ্লাইডিং, বোটিং করার জন্য দারুণ এক সৈকত এটি। ইস্তাম্বুল থেকে দেড় ঘণ্টার আকাশ পথ পাড়িয়ে দিয়ে প্রথমে যেতে হয় ফেদিয়ে নামক জায়গায়। সেখান থেকে ২০ মিনিটের বাস যাত্রায় পৌঁছানো যায় ব্লু লেগুন সমুদ্র সৈকতে।

না পালি কোস্ট, কাউয়াই : হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে এ সৈকতের অবস্থান। না পালি সৈকতের সৌন্দর্য উপভোগের জন্য সর্বোত্তম হচ্ছে নৌকায় করে দেখা। কালালু ট্রেইল ধরে ১১ মাইল পাড়িয়ে দিয়ে কে বিচ হয়ে তারপর কালালু সৈকতে পৌঁছাতে হয়। এছ্ড়াা কাউয়াই দ্বীপে সরাসরি কিছু ফ্লাইট আছে। সে জন্য প্রথমে ওয়াহুতে যেতে হবে। সেখান থেকে চল্লিশ মিনিট পথ পাড়ি দিয়ে কাউয়াই দ্বীপে পৌঁছানো যায়।

হোয়াইটহ্যাভেন সৈকত : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এ দ্বীপের অবস্থান। চার মাইল দীর্ঘ এ সৈকতটি পরিবেশ বান্ধব উপকূলরেখা বরাবর হোয়াইটসানডে দ্বীপে। এ সৈকতে দেখা মিলবে নীল ও সবুজ জলরাশি, কয়েকটি লেগুন, খাঁড়ি। বালিতে থাকা সিলিকার কারণে এ সৈকতটি উজ্জ্বল সাদা। এখানে পর্যটকদের আনাগোনা খুব কম।

যে কারণে সূর্যস্নান করার আদর্শ জায়গা। হ্যামিল্টন দ্বীপ থেকে উচ্চগতির ক্যাটামারানে (এক ধরনের বোট) ৩৫ মিনিটে হোয়াইটহ্যাভেন সৈকতে পৌঁছানো যায়। এছাড়া সিডনি, মেলবোর্ন, ব্রিজবেন এবং কেয়ার্নস থেকে বিমানে হ্যামিল্টন দ্বীপে পৌঁছানো যায়। বিমান ছাড়াও ফেরি কিংবা সানলেন্ডার ট্রেনে ব্রিজবেন এবং কেয়ার্নস থেকেও পৌঁছানো যায়।

একটা সময় ছিল বেড়ানো মানেই পকেট বোঝাই করে মুদ্রা নিয়ে যাওয়ার দরকার ছিল। তবে দিন এখন বদলে গেছে। এখন আর যে দেশেই ঘুরে বেড়াতে চান না কেন, এখন ডুয়েল কারেন্সির কার্ডও পাওয়া যায়, সেটা হতে পারে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। পকেটে এরকম একটা কার্ড নিয়েই আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন পৃথিবীর যে কোনো সৈকতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়