বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৮:২২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি : চাঁদপুরে ড্যাবের রক্তদান কর্মসূচি

৫ আগস্টকে ছাত্র-জনতার দিবস হিসেবে ঘোষণা করা হোক

------অ্যাড.সলিম উল্যাহ সেলিম

স্টাফ রিপোর্টার।
৫ আগস্টকে ছাত্র-জনতার দিবস হিসেবে ঘোষণা করা হোক

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম বলেছেন, গণতন্ত্রের আন্দোলনে বিএনপি সব সময় আপসহীন। শুধু ৩৬ দিন নয়, শেখ হাসিনার পতনের জন্যে বিএনপি বিগত ১৫-১৬ বছর রাজপথে থেকে লড়াই- সংগ্রাম করেছে। জুলাই- আগস্টের ৩৬ টা দিন রাজপথে থেকে লড়াই -সংগ্রাম করে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। গণঅভ্যুত্থানের বিজয় মিছিল করেছে। তাই আমাদের দাবি, ৫ আগস্টকে ছাত্র-জনতার দিবস হিসেবে ঘোষণা করা হোক। তিনি বলেন, যেভাবে মহান স্বাধীনতা সংগ্রামের দিবস লালন পালন করা হয়, ঠিক ৫ আগস্টকে আমরা ছাত্র- জনতার দিবস হিসেবে পালন করতে চাই।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকালে চাঁদপুর আড়াইশ' শয্যার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর-এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপ্রধানে এবং চাঁদপুর ড্যাবের সংগঠক ডা. সৈয়দ আহমদ কাজল ও ডা. নূরে আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আড়াই শ' শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশিদ,

ড্যাব সংগঠক ডা. আ. আজিজ মিয়া ও ডা. মো. মুনতাকিম হায়দার।

এ সময় চিকিৎসকবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, পৌর বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের হারুনুর রশিদ গাজী, বোরহান খান, আনোয়ার মাঝি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যাহ সেলিম আরো বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন থাকা ঠিক নয়। জাতীয়-আন্তর্জাতিক ইস্যুতে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার থাকতে হয়। জনগণের সেবা করার জন্যে দেশবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে টালবাহানা করবেন না। ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই। এ ব্যাপারে কালক্ষেপণ করা হলে আমরা বরদাশত করব না।

অ্যাড. সেলিম বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক এই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিলো। জরুরি প্রয়োজনে তিনি জার্মানিতে অবস্থান করছেন। মানিক ভাই ঢাকাতে-বিদেশে যেখানেই থাকুক, তিনি আমাদের সাথে, চাঁদপুরবাসীর সাথে আছেন।

পরে তিনি দলীয় নেতা- কর্মীদের অংশগ্রহণে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এদিন প্রায় ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

ড্যাব সংগঠক ডা. সৈয়দ আহমদ কাজল বলেন, জুলাই বিপ্লবের বীর সেনানি যারা আমাদের দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্যে আত্মাহুতি দিয়েছেন, আহত হয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই রক্তদান কর্মসূচি ভবিষ্যতেও যেন চালু রাখতে পারি এবং জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা যেন হৃদয়ে ধারণ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়