শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

বীরদর্পে এগিয়ে চলছে চাঁদপুর কণ্ঠ

রিপন কুমার সাহা
বীরদর্পে এগিয়ে চলছে চাঁদপুর কণ্ঠ

ত্রিশ বছর পূর্ণ করছে চাঁদপুর কণ্ঠ। শুরু থেকে আমি জড়িত থাকলেও হিসাবটা কোনোভাবেই মিলাতে পারছি না। কীভাবে এতোগুলো বছর নীরবে-নিভৃতে গণমানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, ভ্রমণকাহিনি- একের পর এক কাগজের পাতায় তুলে ধরে পার করে দিলো?

মনে হচ্ছে, এই তো সেদিন চাঁদপুরের প্রথিতযশা কলমসৈনিক কাজী শাহাদাত ভাই ও ক’জন তরুণকে সাথে নিয়ে প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের সাহসিকতা ও উদ্যমে পত্রিকাটি প্রকাশের সূচনা করা হয়। পত্রিকাটির জরুরি প্রয়োজনে আমার পুরাণ ঢাকাস্থ শিক্ষক সমিতির বাসায় বসে আলোচনা করে সকল কাগজপত্র নিয়ে বের হয়ে পড়ি প্রবীণ সাংবাদিক প্রয়াত বাতেন ভাই, মির্জা জাকির আর আমি রিপন কুমার সাহা প্রধান সম্পাদক কাজী শাহাদাত ভাইকে অনুসরণ করে। তখন আমি দৈনিক শক্তির স্টাফ রিপোর্টার ছিলাম।

সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্তির পর চাঁদপুরের মানুষের হৃদয়ে স্থান করে নেয়া ‘চাঁদপুর কণ্ঠ’কে আর পেছনে তাকাতে হয়নি। বীরদর্পে তার প্রকাশনা যেভাবে এগিয়ে চলছে, তার উত্তরোত্তর সুনাম ও সমৃদ্ধি আকাশচুম্বী হয়ে উঠুক- এটিই আমার প্রত্যাশা।

লেখক : সভাপতি, শারদাঞ্জলি ফোরাম, চাঁদপুর জেলা শাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়