প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিভাগীয় সম্পাদকের কথা
আস্সালামু আলাইকুম। তথ্য ও প্রযুক্তি আজকের দুনিয়ায় বিশাল একটা বিষয়, যা থেকে আমরা সুখ-দুঃখ, অর্জন-বর্জন সব কিছুই ভাগ করে নিতে পারি। এক্ষেত্রে নিত্য-নতুন আবিষ্কার আমাদের জীবনকে নতুনভাবে পথচলার শক্তি দান করে। পথ প্রদর্শন করে ক্ষতির শিকার মানুষকে, যারা দৈহিক বা মানসিক পঙ্গুত্ব বরণ করেছেন। এই আবিষ্কার যেমন আমাদের জীবনকে সুখের জোয়ারে ভাসিয়ে দিতে পারে তেমনি কিছু কিছু স্বার্থান্ধ ব্যক্তির স্বার্থমোহে মানব জীবনকে অন্ধকারের পথেও ঠেলে দেয়।
আমরা কীভাবে এসব বিষয়ে সচেতন হবো সেটি নিয়ে আজ আমাদের তথ্য-প্রযুক্তির পাতায় বিশেষ আলোচনা রইলো। আশা করছি আপনারা তা পড়ে বিশেষ উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, বিশ্বাসের সাথে থাকুন-এই প্রত্যাশা রইলো।
প্রিয় পাঠক, তথ্য-প্রযুক্তির জানা-অজানা নিত্য-নতুন বিষয় নিয়ে আপনিও লেখা পাঠাতে পারেন আমাদের কাছে। লেখা পাঠানোর ইমেইল : [email protected]
-মিজানুর রহমান রানা, বিভাগীয় সম্পাদক।