রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

সাতই মার্চ

মিলন সরকার

অনলাইন ডেস্ক
সাতই মার্চ

একাত্তরের সাতই মার্চ

রমনার রেসকোর্সে

মিছিল আসে, মিছিল হতেই

আওয়াজ ওঠে জোরসে।

আওয়াজ ওঠে গানে গানে

‘জয়বাংলা’ স্লোগানে

শিহরণ জাগা ঘোর সে।

‘তোমার দেশ, আমার দেশ

বাংলাদেশ, বাংলাদেশ।’

‘ছয় দফা না একদফা

একদফা, একদফা।'

‘বীর বাঙালি অস্ত্র ধরো

বাংলাদেশ স্বাধীন কর।’

‘তোমার আমার ঠিকানা

পদ্মা-মেঘনা-যমুনা।’

‘তোমার নেতা, আমার নেতা

শেখ মুজিব, শেখ মুজিব।’

মুজিব তোমায় দিতে হবে

স্বাধীনতার ঘোষণা।

মুজিব তখন দিপ্ত পায়ে

মঞ্চে উঠে ডানে-বায়ে

একপলক তাকিয়ে

গলাটাকে খাকিয়ে

উঁচিয়ে তার তর্জনী

ছাড়লো একটা গর্জনই-

‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।

আর একটা গুলি

ওরা চালায় যদি-’

এমন রণ হুঙ্কারে

খাকি লুকালো বাংকারে

তখন থেকেই টলে গেল

ইয়াহিয়ার গদি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়