রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিফল

আকিব শিকদার

অনলাইন ডেস্ক
প্রতিফল

অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই

তবে নিজেকেই দোষে ধরবে

পরের জন্যে কূপ খুড়ো না ভাই

তবে নিজেই কুয়ায় পড়বে।

মৌমাছিরা তোমায় করবে ধাওয়া

যদি তাদের চাকে মারো চাটি

যে জন জাতির ক্ষতি করে ছুটে

লোক হিসেবে সে জন তো নয় খাঁটি।

কুকুর তোমায় কখন করে তাড়া

যখন তুমি তার পেছনে ছুটো

শান্ত ষাঁড়টি মারবে তোমায় গুঁতো

যদি গো তার পিঠে চড়ে উঠো।

সাপটি তোমায় ছোবল দেবে ঠিকই

যখন তোমার পা তার লেজে পড়বে

অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই

তবে নিজেকেই দোষে ধরবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়