প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
শীতসজ্জা
হিমেল হাওয়া এল ছুটে বয়ে গেল সোনার গাঁয়,
ফোঁটা ফোঁটা শিশির বিন্দু ছুঁয়ে গেল তোমার পায়।
শুকনো পাতা গেল ঝরে ঝিকমিকিয়ে উঠলো ঝিল,
পৌষ শীতের করুণ সুরে উড়ে গেল শঙ্খচিল।
সরষে ফুলের হলুদ আভায় ভরছে সকল মাঠঘাট,
ধানের গোলায় স্বপ্ন আজই সফল মনের সুখের হাট।
দিকভোলা ওই নয়া মাঝি ফিরল যখন তীরে,
নানা রঙের অচিন পাখি ফিরল সেথায় নীড়ে।
সারি সারি খেজুর গাছে মিষ্টি রসের হাঁড়ি,
পিঠাপুলির হিরিক জাগে গ্রাম বাংলার বাড়ি।
রাখালিয়া বাশের বাঁশি উঠল আজই বেজে,
নানান রঙের ফুলে ফলে শীত এল রে সেজে।