রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আজ-কাল

দোলা রানী দেওয়ান
আজ-কাল

কালের গহীনে তলিয়ে গেছে যে কত কাল,

স্বার্থ ছাড়া হাঁটা হয় না কারো আজকাল।

বন্দি সবাই ভার্চুয়ালে,

শহরমুখি হয় সবাই কালে কালে।

থেমে থাকে না কারো জীবন,

কাটছে প্রহর যার যার মতন।

সৌন্দর্য্য মিলে আজ আধুনিকতায়,

আড্ডা যে মিলে না রাতের জোছনায়।

এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়,

অতীতের কথা মনে পড়ে যায়।

হরেক রকম খেলার নাম পড়ে যায় মনে,

তাই তো এসেছি সেই মাঠ প্রাঙ্গনে।

সেকাল জেগে উঠুক এই বাংলায়,

অভাগা আমি রইবো সেই আশায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়