প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দেবদাস কর্মকারের কবিতা
চেনাজানা দ্বীপ
(উৎসর্গ : ডাক্তার রফিকুল ইসলাম)
খুব মনে পড়ে সেই সব দিন
বুঝিবা মেঘের আড়াল থেকে নেমেছিল কিছু
পৃথিবীর প্রাণের ভিতর সবুজাভ একখানি মাঠ
সময়ের সেতু বেয়ে কতোকিছু স্মৃতি।
অপূর্ব শৈলাভ রাত ধূসর হলুদ
সপ্তমীর চাঁদের আকাশ স্নিগ্ধ রঙে গিয়েছিল ভেসে
হাসপাতালের পিছন ছুঁয়ে কতো কতো ফুল
ডুরিয়া বিষ্ণুপুরের মাঠ কতটা কুয়াশা কাঙাল
পৃথিবীর গন্ধ নিতে সেই পথ মিশে গেল দূরে।
এখনও হুঁইশেল বাজে রাত জাগা ট্রেনে
জংশনে ঘুমানো ভিখারি কুলি ছন্নছাড়া পথের পথিক
কতো সব হারানো মুখ কোটি কোটি বার্তা,
রটে গেল যেন ভিন্ন লোকে, নীল হিমাচলে।
রেল স্টেশনের কোলাহলের মাঝে কোন দূর শ্রুতি
পিচঢালা পথ বেয়ে লালমাইয়ের পুরোনো মন্দির
লাল মাটি অলক্ষ্য মুক্তার মতো ঝলমলে দিন
কী করে ভুলি বন্ধুর মতো উঠে আসা চিকিৎসক
যখোন শব্দ কাকলি নিয়ে দাঁড়ায় দুয়ারে
দুহাত বাড়িয়ে দেখি কিছু নাই অবশিষ্ট যেনো
তারপর জীবনের সব গূঢ় কথা
পৃথিবীর সব রেলপথ ধূ ধূ দূর বাতায়নে গেল বুঝি মিশে।
২৭ জানুয়ারি ২০২৪, ঢাকা, ১৩ মাঘ ১৪৩০। শীতকাল।