প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০
বিতর্কায়নে লেখা পাঠানোর আহ্বান
আস্সালামু আলাইকুম।
|আরো খবর
‘তোমার মতের সঙ্গে আমি একমত না-ও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমি জীবন দিতে পারি।’ ফরাসি দার্শনিক ভলতেয়ারের এই উক্তির আনুষ্ঠানিক চর্চা হলো বিতর্ক। বিতর্কের প্রসারে একটানা ১১ বছর যাবৎ পুরো চাঁদপুর জেলায় দৈনিক চাঁদপুর কণ্ঠ ও পাঞ্জেরী পাবলিকেশন্স বিতর্কের মহাযজ্ঞ করেছে। মাঝখানে করোনা মহামারী একটানা আয়োজনের যুগপূর্তিতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যারা বিতর্ক শ্রমিক, আমাদের মনটা খুবই ব্যাকুল ছিলো কবে ফিরবো বিতর্কের সেই মহাযজ্ঞে। স্বপ্ন বাস্তব হতে চলছে। পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমতে অর্জিত আমাদের দৃঢ় মনোবলের কারণে আমরা শীঘ্রই সেই বিতর্কের মহাযজ্ঞের কার্যক্রম শুরু করছি। সেই শুরুটা জানান দেয়াসহ অনিবার্য প্রয়োজনে চাঁদপুর কণ্ঠে আবার বেরুচ্ছে 'বিতর্কায়ন' পাতা। এই পাতায় নিবেদিতপ্রাণ বিতর্ক শ্রমিক, বিতার্কিক, বিতর্কের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বিতর্কপ্রেমীরা লিখতে পারেন। বিতর্ক বিষয়ক আপনাদের লেখাগুলোতে 'বিতর্কায়ন' পাতা ও আমরা ঋদ্ধ হবো।
প্রিয় পাঠক! আপনিও বিতর্কের জানা-অজানা বিষয়, অনুভূতিসহ বিতর্ক বিষয়ক যে কোনো লেখা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। লেখা পাঠাতে ই-মেইল করুন : [email protected].
উজ্জ্বল হোসাইন,
বিভাগীয় সম্পাদক,
বিতর্কায়ন,
দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা।