শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬

সম্পাদকীয়

অনলাইন ডেস্ক
সম্পাদকীয়

বিশ্বব্যাপী নারীদের এক বৃহৎ পরিবার হলো আন্তর্জাতিক ইনার হুইল পরিবার। রোটারী আন্দোলনের অন্তরের চাকাকে প্রতীকরূপে ইনার হুইল নিজেদের এগিয়ে নিয়ে গেছে আজ বহুদূর। পদ্মা-মেঘনা-ডাকাতিয়া বিধৌত ইলিশের বাড়িতে ২০১১ সালে সূচিত হয়েছিল ইনার হুইল ক্লাব অব চঁাদপুর সেন্ট্রাল (ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮)। চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলীর নেতৃত্বে প্রয়াত রোটারিয়ান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও আমার স্পাউস রোটারিয়ান কাজী শাহাদাতের অনুপ্রেরণায় যাত্রা শুরু হয় আমাদের ক্লাবের। এরপর কখন যে দেড় দশক পার হয়ে গেলো তা টেরই পেলাম না। এ সময়ে ক্লাবের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আমি পঁাচ বার সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। এর পেছনে ক্লাব সদস্যদের অকুণ্ঠ সমর্থন ও অকৃপণ সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণযোগ্য।

আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এ বছরের সভাপতি ডালিয়া খানম ও সম্পাদক ফাহমিদা খানকে, যঁারা আমাকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের ক্লাব ভিজিট উপলক্ষে দৈনিক চঁাদপুর কণ্ঠে ক্রোড়পত্র সম্পাদনা করার সুযোগ দিয়েছেন। এ ক্রোড়পত্র ভালো লাগলে আমি কৃতার্থ, আর কোনো ভুল-ত্রুটি হলে আমি ক্ষমাপ্রার্থী। ইনার হুইল আন্দোলন দীর্ঘজীবী হোক।

মাহমুদা খানম

পঁাচবারের সাবেক সভাপতি ও সম্পাদক, বিশেষ ক্রোড়পত্র, ইনার হুইল ক্লাব অব চঁাদপুর সেন্ট্রাল,

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়