প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০
প্রকাশ পেলো কাদের পলাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অন্য করিডোরের ফুল’

প্রকাশ পেলো কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সাংবাদিক কাদের পলাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্য করিডোরের ফুল। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে এমন তথ্য জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যদিও ঘোষণার পূর্বেই প্রকাশিত বই কবিকে কুরিয়ারে পাঠিয়ে দেয়া হয়।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘ধোঁয়াটে ‘আত্মা’ থেকে নয়, বরং কবিতা তার অন্তর্বলয়ের মোক্ষম ভাষাটি খুঁজে পায় কেবলই বোধসামুদ্রিক শব্দের স্বচ্ছন্দ প্রবাহের স্বতঃস্ফূর্তি থেকে, কবির তিনটি চোখের সম্মিলিত পর্যবেক্ষণের সারাৎসার হয়ে যা একাধারে দৃশ্যমানতা ও অদৃশ্যমানতাকে ধারণ করে তার একান্ত নিজস্ব নিপুণ কৌশলে, দৃশ্যত কখনো যা আটপৌরে বসন পরা, কখনো আবার গা-ভর্তি অলংকারের চোখ ঝলসানো সাজগোজে। কবি কাদের পলাশের ‘অন্য করিডোরের ফুল’ সংকলনটি এমনই একজোড়া ও অনুসন্ধানী চোখের নজরকাড়া ভিন্ন ভিন্ন ৪২টি কথালিপি, যেখানে বোধের পারম্পর্য বজায় রেখে শব্দের স্বতঃস্ফূর্ত সীবনে কবিতার আত্মভাষার রচন।
বইটি হাতে পেয়ে কবি কাদের পলাশ বলেন, কবিতা এক বিস্তৃত বিষয়। কখনও একটি শব্দ কবিতা, কখনও একটি বাক্য কবিতা আবার কখনও বাক্যগুচ্ছ হয়ে উঠেছে গভীর বোধের বহিঃপ্রকাশ। যা সার্বজনীন, সেটিই হয়ে উঠে প্রকৃত কবিতা। কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি। জীবনভর একটি কবিতা লেখার প্রাণান্তর চেষ্টা। জানি না কখন লেখা হবে, যে কবিতা আমি লিখলেও হয়ে উঠবে সবার।
‘অন্য করিডোরের ফুল’ বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ধরা হয়েছে ২১০টাকা। এ নিয়ে কাদের পলাশের লেখা ও সম্পাদিত গ্রন্থ ১২টি।
প্রকাশিত গ্রন্থ সমূহ হচ্ছে, গল্পগ্রন্থ : দীর্ঘশ্বাসের শব্দ (২০১৭), ইচ্ছেরা উড়ে গেছে (২০১৯), মেঘ উড়ে যাওয়ার পর (২০২৪); কাব্যগ্রন্থ : স্মৃতির স্লোগান (২০২১); উপন্যাস : রোদে পোড়া পালিশ (২০২২); গবেষণা/সম্পাদনা : যাপনে উদযাপনে ইলিশ (২০১৯), বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন (২০২০), বিস্মৃতির চাঁদপুর (২০২০), দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর (২০২৩), চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য (২০২৪), চাঁদপুরে টেলিভিশন সাংবাদিকতার চার দশক (২০২৫)।








