প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭
ওসমান হাদি
মাহমুদ হাসান সজীব

মাহমুদ হাসান সজীব ওসমান হাদি
সে হাঁটেনি মাথা নত করে,
সে হেঁটেছে ঝড়ের বুক চিরে।
বুকের ভেতর আগুন নিয়ে
সে প্রশ্ন ছুড়েছে সিংহাসনের দিকে।গুলি এসেছিল তাকে থামাতে,
কিন্তু ভয় আসেনি তার চোখে।
রক্তে লিখে গেছে সে এক শপথÑ
সত্য মরে না, শুধু হয় শহিদ।ওসমান হাদি কোনো নাম নয়,
সে এক বিদ্রোহের ঘোষণা।
যতদিন অন্যায় বেঁচে থাকবে,
ততদিন তার কণ্ঠ শোনা যাবে
প্রজন্মের রক্তে রক্তে।








