শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫

ভাঙন-গড়ন

মো. আকাশ হোসেন
ভাঙন-গড়ন

মো. আকাশ হোসেন ভাঙন-গড়ন

মনের মাঝে উঁকি দেয় শত দুঃখের ঝংকার, এপাড়ে ভাঙন আর ওপাড়ে গড়নের সংসার।

যতবার বেঁধেছি মোর জীবনের অবিনাশী ঘর, ততবার ভেঙেছে মোর আপন দেহের পিঞ্জর।

এপাড়ে হাসি আর ওপাড়ে নির্জনতায় কাঁদি, এই সংসারে কেউ নেই মোর জীবনের বাদী।

নদীর এই পাড়ে ভাঙন আর ঐ পাড়েতে গড়ন, এই পাড়েতে বসতঘর ঐ পাড়ে মোর মায়ার ধন।

এই সংসারে কে শুনবে? মোর উদর দুঃখবানী! অশ্রু দিয়েই গড়েছি মোর জীবনের ছাউনি।

এপাড়ের ভাঙন আর ওপাড়ের বিচিত্র গড়ন এপাড়ের অতিথি সে ওপাড়ের ক্ষুধার্ত স্বজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়