শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪

বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়

মো. হানজালা দিপু
বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়

মো. হানজালা দিপু বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়

বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়,

যেমন করে জীবন থেকে হারিয়ে যায় শৈশব,

বৃদ্ধকালে হারিয়ে যায় যৌবন,

মৃত্যুর কাছে হারিয়ে যায় জীবন,

বয়সের চাপে কচকচে জীবন্ত চামড়া হারিয়ে যায়,

বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

আজকাল ইতিহাসও বয়স বাড়লেই হারিয়ে যায়।

নতুন ইতিহাসে ঢাকা পড়ে যায় পুরানো, যেনো বয়স বেড়েছে,

ঠিক যেনো অবহেলিত পুরাতন আসবাবপত্রের মতো,

বয়স বাড়লেই ঠিকানা হয় স্টোররুম

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

আজকাল ডিসেম্বর আসলেও বিজয় আসে না,

ফেব্রুয়ারি আসলেও রাষ্ট্রভাষার চেতনা আসে না,

মার্চ আসলেও স্বাধীনতার ঘ্রাণ আসে না

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

আজকাল টেলিভিশনে বাঙালির নিথর রক্তমাখা মৃতদেহ,

নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, কুকুরে খাওয়া,

শকুনে খাওয়া, পানিতে পঁচাগলা দেহ,

বধ্যভূমি বা মুক্তির উল্লাসের খবরও আসে না,

স্বদেশের জন্য নিবেদিত জ্ঞানের আলোর দিশারি ,

বুদ্ধিজীবীদের কেউ স্মরণও করে না

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

রফিক, শফিক, জব্বার, বরকত, সালামরাও হারিয়ে গেছে,

হারাতে বসেছে ত্রিশ লক্ষাধিক শহিদের ইতিহাস,

হারিয়ে গেছে কাপড়বিহীন অস্ত্রবিহীন

ছেলেদের না খেয়ে দেশের জন্য লড়াই করার ইতিহাস,

ভুলে গিয়েছি হেলমেট সুটবুটে সজ্জিত রাইফেল হাতে হায়নাদের

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

পুরোনো সকল দেশাত্মবোধক গান হারিয়ে গেছে,

হারিয়ে গেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রও,

হারিয়ে গেছে উচ্ছ্বাস, উল্লাস, উদ্দীপনা,

হারিয়ে গেছে বোধ, বুদ্ধি ও মুক্তির আসল স্বাদ

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

হারিয়ে গেছে একটি ফুল ও

ফুল বাঁচানোর জন্য যুদ্ধ,

হারিয়ে গেছে সেতারা বেগম,

রোকেয়া রহমান শাফী,

হারিয়ে গেছে মেহেরুন্নেসা,

সৈয়দা সাজেদা ও তারামন বিবি,

কেউ তাঁদের মনে রাখেনি

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

হারিয়ে গেছে মোস্তফা কামাল,

রুহুল আমিন, মুন্সি আব্দুর রউফ,

হারিয়ে গেছে মহিউদ্দীন জাহাঙ্গীর,

নূর মোহাম্মদ শেখ ও হামিদুর রহমান,

ভেঙে ফেলা হচ্ছে তাঁদের ভাস্কার্য,

তাঁদের মনে রেখেছে ক’জন?

কারণ বয়স বাড়লেই হারিয়ে যেতে হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়