প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২
আপন
জান্নাত আক্তার জেরিন

জান্নাত আক্তার জেরিন আপন
পথ চলতে চলতে ভালো লাগা থেকে,
ভালোবাসার সৃষ্টি।
গোপনের ফুল গোপনে ঝরে যায়,
পূর্ণতার চেয়ে অপূর্ণতাই মানুষের জীবনের রেখা।ফুল ঝরে যায় বলে,
সুগন্ধের এতো কদর।
ফুল সুন্দর বলে,
তার সামান্য পরিবর্তনে কষ্ট পাই,
নতুন ফুলে ফের আনন্দ ফিরে আসে।
ঝরে যাওয়া ফুলকে নিয়ে,
মায়া পড়ে থাকতে নেই,
বর্তমানই চির সুন্দর।
নিজের ফুলকে ভালোবাসুন,
প্রকৃতি আপনাকে আপন করবেই।








