শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯

মরীচিকা

সুনির্মল দেউরী
মরীচিকা

সুনির্মল দেউরী মরীচিকা

দেখ দেখ সবাই দেখ

রাস্তার মাঝে পুকুর!

কেমনে যাবে সামনে গাড়ি?

প্রশ্ন এটি খুকুর।

আমি বলি, সোনা মা,

সামনে তাকিয়ে দেখ,

পুকুরটা যে গেল সরে

চোখটা অপলক রেখ।

হঠাৎ করেই উধাও পুকুর

কোথায় চলে যায়?

রোদ পড়লেই সোজা রাস্তায়

আবার দেখা দেয়।

কেন এমন হয় গো রাস্তায়

জেনে নাও তার কারণ,

এটা হলো আলোর খেলা

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

সূর্য তাপে নিচের বাতাস

যখন হালকা হয়

ঘন থেকে হালকা মাধ্যমে

আলো বেঁকে যায়।

বেঁকে বেঁকে তোমার চোখে

যখন ধরা পড়ে,

ভাবছো আলো আসলো বুঝি

ঐ যে নিকট-দূরে।

দেখছো বস্তুর বিম্ব-ছায়া

যেন সামনে আছে জল,

রাস্তার মাঝে পুকুর হয়ে

বুঝি করছে টলমল।

এমন দৃষ্টিভ্রমে পড়ে পথিক

যখন মরুভূমিতে চলে,

সহজভাবে জানলে তুমি

একেই মরীচিকা বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়