শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬

হেমন্তে স্রোতে ভাসি

আব্দুস সাত্তার সুমন
হেমন্তে স্রোতে ভাসি

আব্দুস সাত্তার সুমন হেমন্তে স্রোতে ভাসি

হেমন্তে স্রোতে ভাসি

নতুনত্ব নিয়ে আসি,

মিষ্টি রোদের হাসি

সবুজকে ভালোবাসি।

হেমন্তের শুভ্র মেঘে

প্রকৃতি শান্ত রেগে!

তারাগুলো আছে জেগে

বাতাস বইছে বেগে।

গন্ধ ছড়াবে হেসে

থাকবো অঙ্গ ঘেঁসে,

যাব ভালোবেসে

ঋতুর বঙ্গ দেশে।

হেমন্তের মায়ায় ভাসি,

থাকবে বারোমাসি?

রইবে দিবানিশি

আজকে ভালোবাসি!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়