প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৫
উজ্জ্বল হোসাইনের দুটি কবিতা

জীবনের রহস্য
|আরো খবর
জীবন যেন এক অজানা পথের দিশা,
প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে শত বাধা।
কোথা থেকে আসি কোথায় বা যাই,
এই অনন্ত রহস্যে ডুবে থাকি তাই।
প্রত্যুষে সূর্য ওঠে রাত্রি আসে নেমে,
এই চক্রের মানে খুঁজি হৃদয়ের ভেতরে।
জন্ম থেকে মৃত্যু কত বঁাক কত ঘাত,
জীবনের মানে খুঁজে ফিরি রাত।
কখনো সুখ কখনো দুঃখের ঢেউ,
এই পথের স্রোতে খুঁজি নতুন কেউ।
সময়ের বালুচরে লিখি স্বপ্নের কথা,
মুছে যায় সব তবু থাকে জীবন ব্যথা।
তবু তো চলি থেমে থাকি না,
রহস্যের ভঁাজে পাই নতুন চেনা।
আকাশের নীচে মাটির স্পর্শে,
জীবনকে ছুঁই প্রতিদিনের মর্মে।
এই রহস্যে লুকিয়ে আশা আর আলো,
প্রতিটি ক্ষণে পাই জীবনের ভালোর তাল।
জীবন এক গল্প রহস্যে ভরা,
এই পথ চলাতেই লুকিয়ে সার্থকতা সারা।
***
তুমিই প্রথম প্রেম
তোমার চোখে প্রথম দেখেছিলাম আলো,
মনের আকাশে জ্বলে নতুন তারা ভালো।
তোমার স্পর্শে জাগে হৃদয়ে অজানা সুর,
তুমিই যে প্রথম প্রেম সূর্য-চন্দ্রপুর।
তোমার হাসি যেন ফুলের মৃদু গন্ধ,
তোমার কণ্ঠে পাই সুরের ছন্দ।
তোমার কাছে আসতেই থেমে যায় সময়,
তোমার সঙ্গে জীবনের প্রতিটি ক্ষণ সুখময়।
তুমিই যে প্রথম, তুমিই শেষ আশ্রয়,
তোমার ভালোবাসায় হারাই সব ব্যথাময়।
তুমি আছো বলেই জীবন রঙিন,
তুমিই যে প্রথম প্রেম তুমিই হৃদয়-অঙ্গীন।
তোমার চোখে খুঁজেছিলাম এক নতুন দিগন্ত,
তোমার কথায় মিশে ছিল হৃদয়ের উষ্ণ সংগীত।
প্রথম দেখা প্রথম কথার মিষ্টি সেই ছেঁায়া,
তোমার ভালোবাসার জালে বন্দি হৃদয়টা।
তোমার সুরভি জাগায় এক অনন্ত সুখানুভূতি,
তোমার স্পর্শে পাই জীবনের রূপকথার জ্যোতি।
তুমি এলে জীবনে সবকিছু হল নতুন,
তোমার প্রেমে লিখেছি হৃদয়ে ভালবাসার তলপত্রকিছু।
প্রতিটি পথে খুঁজেছি তোমার ছায়া,
তোমার অস্তিত্বে ভরে গেছে শূন্য মনের গায়া।
তুমিই প্রথম তুমিই শেষ এ হৃদয়ের গান,
তোমার ভালোবাসায় লুকিয়ে আছে জীবনের মান।
তোমার হাত ধরেই শুরু প্রেমের পথচলা,
তুমি আছো বলেই জীবন এতটা রঙে ভরা।
তুমিই আমার ভোরের আলো, তুমিই রাত্রির চঁাদ,
তুমিই প্রথম প্রেম, তোমাতেই জীবন বঁাধ।







