শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪

ফুল আর ফুলকি

মোঃ সৈয়দুল ইসলাম

ফুল আর ফুলকি মোঃ সৈয়দুল ইসলাম

ফুল আর ফুলকি

মাদ্রাসায় পড়ে,

প্রতিদিন আসে যায়

রিক্সায় চড়ে।

দু’জনই জেগে ওঠে

পাখি ডাকা ভোরে,

কোরআনের বাণী পড়ে

মধুর সুরে।

পড়ালেখায় মনোযোগী

দু’জনই ভালো,

ঘরে ঘরে পৌঁছে দেয়

শিক্ষার আলো।

ফুল আর ফুলকি

আঁধারের বাতি,

প্রতিদিনই খোঁজে তাদের

মুসলিম জাতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়