বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৩

‘সূর্যমুখী’র ৫৭ বছর

অধ্যাপক আইনুন্নাহার কাদরী
‘সূর্যমুখী’র ৫৭ বছর

প্রিয় প্রাঙ্গণ আমার, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা। মেলার গৌরবের ৫৭ বছরের তৃষিত বন্ধুরা। আমার অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য। আমরা স্বপ্ন সারথী তোমাদের। তোমাদের জন্য অনন্ত তৃষা আমাদের, মেধা-মনন, সাংস্কৃতিক ঐতিহ্যের গহ্বরে বেঁচে থাকবে তোমরা অনন্তকাল।

মতলব সূর্যমুখী কচি-কাচাঁর মেলার ঐতিহ্যের গোড়াপত্তন ১৯৬৮ সালের ৫ নভেম্বর। মাকসুদুল হক বাবলু ভাইয়ের হাত ধরে মেলার শেকড় সন্ধানী প্রিয় বন্ধুরা আগলে রেখেছে প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠালগ্ন হতে ‘ছোটদের পরিচালনার ছোটদের জন্য এ সংগঠন।’ এখানে ছোটদের প্রাধান্য দেওয়া সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

তোমাদের উজ্জীবিত ও প্রণোদিত করার জন্য একটি কথা বলছি। এখন আমি কলেজে পাঠদান করছি। একটা সময় আমি তোমাদের মতো ছোট ছিলাম। মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার আহ্বায়ক ছিলাম। মেলার বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছি। মেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের কাণ্ডারীগণ উপস্থিত থাকতেন। আরও থাকতেন মেলার উপদেষ্টামণ্ডলী, প্রবীণ, তরুণ, শিশু সদস্য সহ অভিভাবকবৃন্দ। প্রথম দিকে ভীষণ ভয় পেতাম। বাবলু ভাই আমাকে সভাপতির বক্তব্য দিতে সাহস জোগাতেন। এখনও তিনি সে পথেই হাঁটছেন। প্রিয় প্রজন্ম, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৭ বছরে মেলার শেকড় সন্ধানী বন্ধুরা তোমাদের বিগত সাংস্কৃতিক গতিপথের সাথী ছিলেন, এখনও আছেন। মতলবের সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যে মায়াবী সৌধ হচ্ছে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা। মেলার অন্যতম বিদ্যাপাঠ কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল। বাঙালি ঐতিহ্যের প্রেক্ষাপটে প্রগতিশীল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালন করছে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা ও কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল। মেধায় সাংস্কৃতিক বলয়ে শিশুদের দক্ষ করে তুলতে মেলার এবং স্কুলের আন্তরিক পথচলা। ২০২৬ হতে নব উদ্যমে শুরু হচ্ছে ‘কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল (ইংলিশ ভার্সন)’। আমাদের সকল উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা সফল ও সার্থক হবে শিশুদের মেধার কর্ষণ ও পরিচর্যার মাধ্যমে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি শিশুদের জন্য। আমরা শিশুদের মেধা, মননশীলতা ও যোগ্যতার কোঠরে স্বপ্নের বীজ বুনে যাবো। মহীরুহ হয়ে উঠবে আমাদের সৃষ্টিশীল নাগরিকত্বের বীজ। আজকের শিশু আগামী প্রজন্মকে উপহার দিবে আগামীদিনের প্রশস্ত, স্বপ্নিল চলার পথ। তোমরা সূর্যমুখীরা আমাদের আলোর পথের অগ্রপথিক। তোমরা যোগ্য প্রজন্ম আমাদের। আমরা বিশ্বাস করি, মেলার ৫৭ বছরের সংযোজনে যুগান্তকারী পথের খুঁজে এগিয়ে যাবে।

কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল (বাংলা মাধ্যম)

কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল (ইংলিশ ভার্সন)

মতলব মেলার সুশীতল ছায়াতলে শিশুদের পদচারণায় মেলার আঙ্গিনা ভরে উঠে হৃদয়ের ঝংকারে। মেলার কার্যনির্বাহী পরিষদ, স্থায়ী উপপরিষদ, সাধারণ পরিষদ, প্রবীণ, তরুণ, শিশু সদস্যবৃন্দ আমাদের কর্ম প্রেরণা। অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকছেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ। মতলব মেলার নব সংযোজন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল (ইংলিশ ভার্সন) আমাদের শিক্ষা কার্যক্রমে নতুন উদ্যম যোগাবে।

প্রিয় সূর্যমুখীরা, আমাদের আলোর পথের অগ্রপথিক তোমরা। তোমাদের সাফল্যে আমরা প্রণোদিত হই। তোমাদের জন্য আমাদের দোয়া। বেঁচে থেকো মানবিক গুণাবলি নিয়ে। ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’র নাম বাঙালি এতিহ্যে স্বর্ণাক্ষরে লিখে রেখো।

পরিশেষে মেলার গোড়াপত্তন হতে অদ্যাবধি মেলার শুভানুধ্যায়ী, মেলায় সম্পৃক্ত অতীত ও বর্তমান সতীর্থদের মধ্যে যারা লোকান্তরিত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা আমাদের মধ্যে যারা বেঁচে আছেন, নতুন উদ্যমে সবাই মেলার জন্য কর্মচাঞ্চল্যে নিবেদিত হই। মহান স্রষ্টা আমাদের সুস্থ নিরাপদ রাখুন।

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৭ বছরের গতিপথে আমাদের প্রজন্মের তৃষিত গতিপথ সফলতা পাক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়