বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১

উদযাপন কমিটির আহ্বায়কের কথা

অনলাইন ডেস্ক
উদযাপন কমিটির আহ্বায়কের কথা

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৭ বছর পূর্তি উৎসব অত্যন্ত আনন্দদায়ক ঘটনা। এ উপলক্ষ্যে মেলার উদ্যোগে দৈনিক চাঁদপুর কণ্ঠে ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদেশ্য হচ্ছে, এ প্রাচীন ও শিশু-কিশোরদের প্রিয় সংগঠনটি সম্বন্ধে সকলেই সম্যক ধারণা পাক। এ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে একাধিক শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা কৃতিত্বের দাবিদার। এ মুহূর্তে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যে সকল সদস্য এই মেলার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাঁদের জানাই সশ্রদ্ধ অভিনন্দন। ৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ নভেম্বর ২০২৫ প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসব মেলার অগ্রগতি, উত্তরণে ব্যাপক ভূমিকা রাখবে। তাই উৎসবকে আনন্দঘন ও সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সানন্দ কর্ম প্রচেষ্টা অব্যাহত রাখতে বিনীত আহ্বান জানাচ্ছি।

মুহম্মদ আবদুল কাইউম খান

আহ্বায়ক, উদ্যাপন কমিটি, প্রবীণ সদস্য, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়