প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০
আমি আনন্দিত রোমাঞ্চিত

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা নামটি আমি শৈশব থেকেই ধারণ করে আসছি। সুযোগ হলো মেলা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদানের। সেদিন থেকেই মেলার সঙ্গে সম্পৃক্ত হয়ে গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি। ১৯৯৭ সালে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা, পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে মেলার সঙ্গে সংশ্লিষ্টতায়, শিশু-কিশোরদের জন্য কাজ করার অবাধ সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে কাজ করে আমি এখন মনে হয়, শিশুই হয়ে গিয়েছি। এতে আমি বিব্রত নই। বরং আত্মতৃপ্তিতে অবগাহন করছি। ৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ নভেম্বর ২০২৫ মতলব মেলার ৫৭ বছর পূর্তি উৎসব হতে যাচ্ছে, আমি উদযাপন উপ-কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এ গুরুদায়িত্ব যাতে সফলতার সঙ্গে পালন করতে পারি, সেজন্যে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।
ফারুক আহমেদ বাদল
প্রধান শিক্ষক, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল ও প্রবীণ সদস্য, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।







