প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৬
আহ্বায়কের কথা

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা ২০২৫ সালে ৫৭ বছর পূর্ণ করেছে। শিশু-কিশোরদের সাহিত্য, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, খেলাধুলা, শিক্ষা, সমাজ উন্নয়ন-এই পাঁচটি বিভাগে স্নেহ, ভালোবাসার মাধ্যমে গড়ে তোলা সহ প্রয়োজনীয় সৃষ্টিশীল গুণাবলি শেখানো মেলার প্রধান উদ্দেশ্য। আমি মেলার সাথে ছোট বেলা থেকেই যুক্ত। আমি যখন ৪র্থ শ্রেণিতে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে পড়ি, তখন আমাকে মেলার শিশু সদস্য হিসেবে স্থান দেয়া হয়। আমাকে ও আমার সাথে আরো ৪ জনকে ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ছবি আঁকার কর্মশালায় পাঠানো হয়। সেখানে অনেক কিছু শিখেছি। ২০১৭ সনে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার সহযোগিতায় জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করি। এভাবে মতলব মেলার সুবাদে আমার ছোট জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। ঐতিহাসিক ৫৭ বছরের আনন্দ ও গর্বের ৫ (পাঁচ) দিনব্যাপী উৎসব শিশুদের মনে গভীর রেখাপাত করুক--এ কামনা করছি।
মো. ফাহিম হাসান
আহ্বায়ক,
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।







