প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৩
সুশৃঙ্খল জীবন

খোদেজা মাহবুব সুশৃঙ্খল জীবন
আমায় এক খণ্ড আকাশ দাও
আমি তাতে বৃষ্টি ঝরাবো।
বৃষ্টির পর মেঘ কেটে রঙের ছটায় আবির ছড়াবে এ প্রান্ত থেকে ও প্রান্তে রংধনু।
বিনীসূতোয় মালা গাঁথবো তারাদের।
সুখতারাটা খসে পড়ার বায়না ধরবে না।
মেঘমুক্ত আকাশের চাঁদকে বলবো, তুমি তোমার আলোর রেখায় রাঙিয়ে তোলো পৃথিবীকে।
রঙিন চাঁদের আলোয় জোনাকিরা খেলায় মেতে উঠবে।
জোনাকির আলোয় উদ্ভাসিত হবে আমার মন।
দেবে তো আমায় একখণ্ড আকাশ?
আচ্ছা, আকাশ না হয় দিলে না!
এক চিলতে রোদ দাও,
মিষ্টি রোদ।
তেজোদীপ্ত রোদ নয়।
যে রোদে হাসি ঝরবে।
রোদমাখা হাসি। যে হাসিতে ভালোবাসা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীময়।
এমন এক চিলতে রোদ চাই।
দেবো তো বলো?
দেবে না?
নিশ্চয় দিবে।
বিনিময়ে আমি তোমায় দেবো, এক সবুজ বন।
যা তোমায় বাঁচতে শেখাবে আনন্দের সাথে।সুখের সংজ্ঞা
খুব শখ হয় যদি
চলো তবে নদীর পাড়ে বসি।
জোছনা দেখবো একসঙ্গে।
চাঁদের আলোয় ঝিকমিকি করা নদীর পানিতে সুখ খুঁজে নিব।
যাবে তো, বলো?
সে যদি না হয়,
তবে চলো ভোরবেলায় কুয়াশাভরা ঘাসের ওপর
একটু পা দোলাই।
কুয়াশা ভেজা পায়ে তুমি নূপুর পড়িয়ে দিবে আমায়।
আমি সুখ খুঁজে নিব তাতে।
দিবে তল বলো?
দিবে না?
তাও যদি না হয়,
তবে চলো সাগরে ঝিঁনুক খুঁজি দুজনে।
ঝিঁনুকে নাকি মুক্তো মিলে।
ঝিঁনুকের ভেতরের মুক্তোকে বের করে আনবে তুমি।
আর আমি একটি করে মুক্তো দিয়ে মালা গাঁথবো।
সেই মালা পড়িয়ে দিবে আমার গলায়।
দিবে তো বলো?
দিবে না?
সামান্যই তো চাওয়া!
সুখ খুঁজে পাওয়া এই সামান্য চাওয়ায় মূল্য তবে অর্থহীন?








