প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫২
সর্বনাশা মাদক

মাদক ধ্বংস করে দিয়েছো পৃথিবীটাকে
ধ্বংস করেছো পৃথিবীর যুব সমাজকে
ধ্বংস করেছো জীবনকে
ধ্বংস করেছ জীবন চলার পথকে
কী পেয়েছো তুমি
কী দিয়েছো তুমি এই পৃথিবীর মানুষগুলোকে
ধ্বংস ছাড়া আর কী দিতে পারো
একটি মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যাক
আর তুমি আনন্দ আত্মহারা হয়ে থাকো
ধোঁয়ার মতোই উড়ে যায় স্বপ্ন,
তুমি বুঝতেই পারো না,
তোমার ভিতর থেকে যেন কেউ
তোমাকেই চুরি করে নিয়ে যায়।মায়ের চোখের জল জমে থাকে বালিশে,
বাবা চুপচাপ
শব্দহীন অভিশাপ হয়ে ভেসে থাকে ঘরের দেয়ালে।
বোন আর ডাকেও না ভাই বলে,
বন্ধুরাও ভুলে যায় নামটা।তবু নেশা হাসেÑ
তাকে আটকাতে পারে না কেউ।
সে বলে, “আর একবার, শেষবার...”
জীবন কি এটাই চেয়েছিল?
তোমার হাতে তো ছিল রঙ,
তুমি আঁকতে পারতে আকাশ,
তবু তুমি বেছে নিলে অন্ধকার।এই কবিতা থেমে থাকতে পারে, তোমার জীবন থেমে থাকে কেন?
ভালোবাসো আলোকে।
না বলো সেই বিষকে
যে ধ্বংস করে এই পৃথিবীর সকল যুবসমাজকে।








