শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

মানব মণিকোঠায় মুহাম্মদ (সা.)

মুহাম্মদ কাউছার আলম রবি
মানব মণিকোঠায় মুহাম্মদ (সা.)

মুহাম্মদ কাউছার আলম রবি মানব মণিকোঠায় মুহাম্মদ (সা.) [উৎসর্গ : আমার প্রিয় শিক্ষার্থীদেরকে]

মণিকোঠায় জ্বলে উঠল এক পবিত্র আলোকধারা,

যেন অন্ধকার ভেদ করে নেমে এলো আসমান ভরা।

তিনি মুহাম্মদ (সা.) রাহমাতুল্লিল আলামিন,

মানবতার তরে নিবেদিত বিশ্বব্রহ্মাণ্ডের বিন।

শৈশবের কষ্ট, অনাথ জীবনের অশ্রুজল,

তবু সততার দীপে হলেন জগতের অনুপম দোল।

‘আল-আমিন’ উপাধি পেলেন মানুষের মুখে মুখে,

সত্যের বাণী লুকালেন না দুঃসময় কিংবা সুখে।

গৃহস্থ জীবনে তিনি শান্তির চির প্রদীপ,

স্নেহে-ভালোবাসায় গড়লেন সংসার, করলেন অন্তর দীপ।

শিশুদের প্রতি মমতা, স্ত্রীদের প্রতি দয়া,

তার শিক্ষায় পেল বিশ্ব মানবতা-সমতার মায়া।

রাজনীতির ময়দানে ছিলেন ন্যায়ের জাজ্বল্য শিখা,

অন্যায়ের সাথে আপস নয় নীতিতে অটল রাখা।

মদিনার সনদে তিনি গড়লেন শান্তির দ্বার,

জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিষ্ঠিত হলো সবার অধিকার।

দুঃখীর আশ্রয় তিনি নির্যাতিতের ভরসা,

তিনি সেই আলোকিত পথ, যেখানে লুকায় নাহি অন্ধকার।

যতদিন মানবতার তরে খুঁজে ফিরি আদর্শ,

মানব মণি কোঠায় জ্বলবে তাঁর নাম, চিরন্তন নক্ষত্ররশ্মি বর্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়