শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

রামগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রামগঞ্জ( লক্ষ্মীপুর), প্রতিনিধি
রামগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলো হচ্ছে : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামাত মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেন, পৌরসভা জামাতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়