শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

ধর্মের স্বর

ক্ষুদীরাম দাস
ধর্মের স্বর

ক্ষুদীরাম দাস ধর্মের স্বর

ধর্ম মানুষের আত্মার নীরব গান,

শান্ত নদীর মতো নির্মল স্রোত,

যেখানে সত্য ঝরে,

যেখানে প্রেম ফুটে ওঠে নিঃশব্দে।

কিন্তু

যদি সেখানে এক বিন্দু মোহ নামে,

লোভ কিংবা স্বার্থ ঢুকে পড়ে,

তবে সেই স্রোত আর থাকে না পবিত্র,

সেই নির্মলতা রূপ নেয় অন্ধকার গর্জনে।

ধর্ম তখন হয়ে ওঠে ভণ্ডামির মুখোশ,

মানবপ্রেম নয় শত্রুতার শিখা,

ঈশ্বর নয় ক্ষমতার দম্ভ।

স্মরণ রেখো

যেখানে অহংকার, সেখানে ধর্ম নেই;

যেখানে হিংসা, সেখানে আলো নেই।

সত্যিকারের ধর্ম কেবল একটাই

অন্তরের স্বচ্ছতা,

নিঃস্বার্থ ভালোবাসা,

আর মানুষের প্রতি মানুষের অনন্ত মমতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়