রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৬

স্বল্প খরচে বস্তায় আদা চাষ : কৃষি অফিসের প্রদর্শন সফল, কৃষকের মুখে হাসি

কৃষিকণ্ঠ প্রতিবেদক
স্বল্প খরচে বস্তায় আদা চাষ : কৃষি অফিসের প্রদর্শন সফল, কৃষকের মুখে হাসি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক মো. নূরুল ইসলাম (৪৫) নিজের বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন। কৃষি অফিসের পরামর্শ ও প্রদর্শন প্লট দেখে উৎসাহিত হয়ে তিনি প্রথমবারের মতো এই চাষ শুরু করেন।

কৃষক নূরুল ইসলাম জানান, আমি আগে কখনও আদা চাষ করিনি। কিন্তু চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিস থেকে বস্তায় আদা চাষের বিষয়ে প্রশিক্ষণ ও বীজ পাই। তারপর ৩০টি বস্তায় চাষ করি। প্রতিটি বস্তায় প্রায় ১০০-২০০ গ্রাম করে আদার বীজ দেই। ২ মাসের মাথায় চারা বড় হয়ে উঠছে, আশা করি ভালো ফলন হবে।

তিনি আরও বলেন, এই চাষে খরচ খুব কম। শুধু বস্তা, মাটি, গোবর সার, কিছু খড় ও বীজ লাগছে। জমি না থাকলেও বাড়ির আঙ্গিনায় বা ছাদে এই চাষ করা সম্ভব।

চাঁদপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, স্বল্প জমি বা শহরের বাড়িতে যারা কৃষিকাজ করতে চান, তাদের জন্যে বস্তায় আদা চাষ একটি দারুণ পদ্ধতি। আমরা এই চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। বস্তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখলে রোগবালাই কম হয় এবং ফলন ভালো হয়।

তিনি আরও বলেন, প্রদর্শনী প্লট দেখে এলাকার আরও ১০-১২ জন কৃষক আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মৌসুমে আরও বড়ো পরিসরে এই চাষ হবে বলে আমরা আশা করছি। এই উদ্ভাবনী পদ্ধতি এখন গ্রামের গণ্ডি ছাড়িয়ে শহরাঞ্চলের ছাদ ও বারান্দায় কৃষি চর্চার দ্বার খুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়