বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২৩:২৪

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের বই উৎসব

বাদল মজুমদার
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের বই উৎসব
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসবে পাঠ্যবই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বছরের প্রথম দিন অর্থাৎ বুধবার (১ জানুয়ারি ২০২৫) তারুণ্যের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বছরের প্রথম দিনে তারুণ্যের বই উৎসব-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। সরকারের দেয়া নতুন পাঠ্যবই বছরের প্রথমদিনে শিক্ষার্থীর হতে তুলে দিতে পেরেছি। আমি আশা করবো, শিশু শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে বড়ো ভূমিকা রাখবে।উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানসুর আহম্মেদ, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মনির হোসেন, সাহাদাত হোসেন, আ. বারেক হাওলাদার, নাজমা আক্তার, নিগার সুলতানা, মাকসুদা আক্তার, ওমর ফরুক, আ. রহমান, আইনুন নাহার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী সিনিয়র শিক্ষক মো. নুরুজ্জামান কাজল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়