শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ২২:১৮

পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন গত ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের জেলা সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাছের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোশারেফ হোসেন, সেনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার সহ-সভাপতি রেজওয়ান রাজা ও সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল রানা, মতলব উত্তরের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রতন, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ফয়েজুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী, জেলা অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা জাহান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী, সদর উপজেলা সহ-সভাপতি সেলিনা আফরোজ ও মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান।

নেতৃবৃন্দ বলেন, বেসরকারি শিক্ষকগণ শতকরা ২৫ ভাগ বোনাস নিয়ে উৎসব পালন করছে, যা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে একজনের ঈদসামগ্রী কেনা সম্ভব নয়। তাই পরিবারের সকলকে নিয়ে ঈদ উদ্যাপন করতে হলে পূর্ণাঙ্গ ঈদ বোনাসের বিকল্প নেই। আর এদিকে বেসরকারি শিক্ষকদেরকে কেবলমাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া দেয়া হয়, যা হাস্যকর ও উপহাসই বটে। এ কারণে বলছি, এহেন বৈষম্য স্বাধীন দেশে চলতে পারে না। শিক্ষার আসল উদ্দেশ্য সাধন করতে আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার কাজকে ত্বরান্বিত করুন। না হলে শিক্ষক সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়